ঠাকুরগাঁওয়ে দেবিপুর ইউনিয়নে পরিবারের সাথে অভিমানে মাদ্রাসা ছাত্রীর আত্নহত্যা

মোঃ সোহল রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে পরিবারের সাথে অভিমান করে কাজল আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী নিজের ওড়না গলায় পেচিয়ে আত্নহত্যা করেছে।

বুধবার (১৪ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার দেবীপুর ইউনিয়নের খলিশা কুঁড়ি কুড়ের ঘর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজল আক্তার দেবীপুর খলিশাকুঁড়ি গ্রামের মহিনুল ইসলাম খেতুর মেয়ে এবং খোঁশবাজার দাখিল মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, মাদ্রাসা ছাত্রী কাজল আক্তার সপ্তম শ্রেণীর পরীক্ষা শেষ করে বাসায় ফিরেন। এ সময় পড়ালেখা নিয়ে বাবা মার বকাঝকা সহ্য করতে না পেরে এক পর্যায়ে অভিমানে পরিবারের সকলের অগোচরে শয়ন কক্ষে সড়ের সাথে নিজের ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন।
পরে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), আতিকুর রহমান জানান, পড়াশুনা বিষয়ে বাবা মার সাথে অভিমানে মাদ্রাসা ছাত্রী আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started