
লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা দহগ্রাম ইউনিয়ন আঙ্গোর পোতা বৈদ্যুতিক শক খেয়ে এক কিশোর নিহত হয়েছে । নিজ বাড়ি পাশে পুকুরে গোসল করতে গিয়ে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে।
৮ই জুলাই শনিবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোর পোতা গ্রামের মো: ইব্রাহিমের ছেলে মো: সাইদুল ইসলাম (১৪) নিজ বাড়ি পাশে পুকুরে উপরে ঝুলন্ত বৈদ্যুতিক লাইনে ঝুলতে গিয়ে লাইন ছেড়ে পুকুরে পড়ে গিয়ে নিহত হয়। স্থানীয় লোকজন পাটগ্রাম ফায়ারসার্ভিসে খবর দিলে ১ ঘন্টা পরেও আসলেও প্রয়োজনীয় সরঞ্জাম না আনায় উদ্ধার অভিযানে অংশগ্রহণ করতে পারেনি। পরবর্তীতে আবারও স্থানীয় লোকজন পুকুরে নেমে পরলেই কিছুক্ষণ পর মো:সাইদুল ইসলাম (১৪) মৃতদেহ উদ্ধার হয়।একই সময় মোঃহারানের ছেলে মো:ইব্রাহিম (১০)আহত হয়
সে সময় ইব্রাহিমকে ফায়ার সার্ভিসে লোকজনেরা তাকে তাৎক্ষণিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন নিয়ে যায়।