ভোট হবে সংবিধান মেনে মোতাহার হোসেন এমপি

স্টাফ রিপোর্টার

 লালমনিরহাট-১ (হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বলেন, সংবিধান মেনে ভোট হবে কোন দল ভোটে আসলো আর না আসলো তাতে কোন যায় আসেনা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামের ১নং ওয়ার্ডের মোতালেবের জমির উপর ও ২ নং ওয়ার্ডের দমেজের বাড়ি হতে সফিয়ারের বাড়ির রাস্তায় ৯.১৫ মিটার করে মোট ২টি ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধুবনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সিঙ্গিমারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাফিজুল্লাহ টাইফুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, ওসি শাহা আলম, পিআইও মাইদুল ইসলাম শাহ্, ইউপি সদস্যদের মাঝে মজিবর রহমান ও মোতালেব হোসেন প্রমুখ।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started