Featured

লালমনিরহাট -১ আসেন নৌকার মনোনয়ন পেলেন এমপি মোতাহার হোসেন

মো :মোস্তফা জেলা প্রতিনিধি

লালমনিরহাট -১ পাটগ্রাম হাতীবান্ধা আসনে আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। রবিবার (২৬ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় করেন। এরপর বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ৩০০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। স্হানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এমপি মোতাহার হোসেন ২০০১ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে যাচ্ছেন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ায় জয় ছিনিয়ে আনবেন বলে জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক অধ্যক্ষ চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন,মোতাহার হোসেন এমন এক মানুষ যিনি সকল শ্রেণির মানুষের আশ্রয়স্থল। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম উদ্দীপনা বিরাজ করছে। আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসনটি আবারও উপহার দিতে প্রস্তুত এলাকার সাধারণ ভোটাররা। চূড়ান্ত বিজয় না অর্জন হওয়া পর্যন্ত নেতা-কর্মী মাঠে কাজ করবে বলে জানান তিনি।

ঠাকুরগাও জেলা ভুল্লী থানা,তুরকপথা বাজারে মখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

ঠাকুরগাও প্রতিনিধি

ঠাকুরগাও জেলা ভুল্লী থানা,তুরকপথা বাজারে মখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃাহস্পতিবার ( ২৩ নভেম্বর) দুপুর ১২টায় ভূল্লী-গড়েয়া সড়কের তুরুকপথা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক (১৪) বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তিনি সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। আহত তিনজন হলেন কুমারপুর গ্রামের আনছারুল ইসলামের ছেলে সায়েম (১৪), কুমারপুর গ্রামের জাকেরুল ইসলামের ছেলে এমাজ আহাম্মেদ (১৪) আরেক জনের নাম পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, নিহত ওমর ফারুক মোটরসাইকেলে নিয়ে বিদ্যালয়ের পরিক্ষা শেষ করে বাড়ী ফেরার পথে তুরুকপথা বাজার এলাকায় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে একজন মারা যান।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মহাম্মদ, সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তিন দিনের গণসংযোগ শেষ করলেন নৌকার মার্কার পক্ষে ভোট প্রত্যাশী এমডি আতাউর রহমান প্রধান

মো: মোস্তফা
স্টাফ রিপোর্টার (রংপুর)

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট -১ পাটগ্রাম -হাতীবান্ধা আসনের সাধারণ ভোটারদেরকে নিয়ে গণসংযোগ, উঠান বৈঠকসহ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচার-প্রচারণা কথা তুলে ধরেন ও বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নৌকার মার্কার পক্ষে ভোট প্রত্যাশী সোনালী ব্যাংক এর সাবেক এমডি আতাউর রহমান প্রধান।

প্রতিদিনই কর্মীদের ও সাধারণ জনগণকে সাথে নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন তিনি। এরই ধারাবাহিকতায় ২৪/০৯/২৩ হতে২৭/০৯/২৩ পর্যন্ত তিন দিনের গণ সংযোগ শেষ করেন নৌকার মার্কার পক্ষে ভোট প্রত্যাশী এমডি আতাউর রহমান প্রধান পাটগ্রাম উপজেলার বুড়িমারী,শ্রীরামপুর ও পাটগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে ও হাট – বাজারে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা লিফলেট বিতরণ করেন

গণসংযোগে ব্যস্ত নৌকার মনোনয়ন প্রত্যাশী এমডি আতাউর রহমান প্রধান

হাসিবুল ইসলাম,
পাটগ্রাম লালমনিরহাট সংবাদ দাতাঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট -১ (পাটগ্রাম হাতীবান্ধা) আসনের দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ, উঠান বৈঠকসহ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচার-প্রচারণা বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোনালী ব্যাংক এর সাবেক এমডি আতাউর রহমান প্রধান।

প্রতিদিনই কর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন তিনি। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুর ২ টা থেকে সন্ধান ৬ টা পর্যন্ত পাটগ্রাম উপজেলার বুড়িমারী,শ্রীরামপুর ও পাটগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে ও হাট – বাজারে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা লিফলেট বিতরণ করেন।

বসত বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত -১

মো: সোহেল রানা ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁও সদর উপজেলা শুখান পুখুরী ইউনিয়নে বসত বাড়ীর সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই গ্রামের ১ জন গুরুত্ব আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লরছে।রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিকে লাউথুতি হারিপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত হলেন অশ্বিনী দেব নার্থ (৪০)

স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই গ্রামের অশ্বিনী দেব নার্থ তার নিজ জমি বাড়ীর রাস্তায় গাছ পরিস্কার করছিলেন। এ সময় প্রতিপক্ষের চন্দন দেব নার্থ(৩৫) কামিনি দেব নার্থ (৪০) প্রতিমা রানি রায়, ও গং ধারালো দা ছুরি লাঠি সোটায় সজ্জিত হয়ে তাদের উপর হামলা করে এতে বাধা দিলে প্রতিপক্ষের হামলায় এক জন গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। অশ্বিনী দেব নার্থে অবস্থা গুরুতর সে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে।

এ ব্যাপারে আহতদের পক্ষ থেকে ঠাকুরগাঁও জজকোর্ট মামলার প্রস্তুতি চলছে। এবং থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার খবর পাওয়া গেছে।

ভূল্লী থানার আওতাধীন আওলীয়াপুর থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী আটকজ

মোঃ সোহেল রানা
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ আউলিয়াপুড় ইউনিয়ন থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারি আটক।আটককৃতরা হলেন ১/মোঃআবুল কাদের (৩৭) পিতা মৃত তিশির উদ্দিন গ্রাম ভাতগাঁও বদলী পাড়া ২/মহেশ(৩৪)পিতা মৃত বিমল চন্দ্র,গ্রামঃমাদারগজ্ঞ কাঠালতলী ৩/মোঃরাসেলইসলাম(২২)পিতা:মোঃআব্দুর করিম,গ্রামঃমাদারগজ্ঞ ইয়াছিন মোড়।জানা যায় তারা দীর্ঘ দিন থেকে এই মাদকের ব্যবসা করে আসতেছিলো।তারই ধারাবাহিকতায়

রবিবার(২০ আগষ্ট) রাত ১২:৩০ আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও বদলী পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাতগাঁও বদলী পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আলামতসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করার বিষয়টি স্বীকার করেছে।

ওসি আরও জানান, এসিআই কোম্পানির ওষুধ লোপেন্টা, স্কয়ারের পেন্টাডল, অপসোনিনের ট্যাপেন্টাডল, এসকেএফ-এর ট্যাপেন্টা ব্যাথা নাশক ট্যাবলেট। যা ফার্মেসিতে পাওয়া যেত কিন্তু ফেন্সিডিল, হেরোইন ও ইয়াবার বিকল্প হিসেবে কম খরচে ফার্মেসি থেকে কিনে মাদক ব্যবসায়ী ও সেবীরা সেবন করা শুরু করে। এতে করে ট্যাবলেটটির দাম বাড়তে থাকে এসব ওষুধের।

আর এর আলোকে গত বছরের ১৪ জানুয়ারি ঔষধ প্রশাসন অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল পাইকারী ও খুচরা ফার্মেসিতে ট্যাপেন্টাডল বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তিনি আরো বলেন মাদকের সাথে জড়িতো থাকা কোন ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না দুই দিন আগে বা পরে তাদের আইনের আওতায় আনা হবেই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আমাদের অভিজান অব্যহত থাকবে।

ভোট হবে সংবিধান মেনে মোতাহার হোসেন এমপি

স্টাফ রিপোর্টার

 লালমনিরহাট-১ (হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বলেন, সংবিধান মেনে ভোট হবে কোন দল ভোটে আসলো আর না আসলো তাতে কোন যায় আসেনা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামের ১নং ওয়ার্ডের মোতালেবের জমির উপর ও ২ নং ওয়ার্ডের দমেজের বাড়ি হতে সফিয়ারের বাড়ির রাস্তায় ৯.১৫ মিটার করে মোট ২টি ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধুবনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সিঙ্গিমারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাফিজুল্লাহ টাইফুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, ওসি শাহা আলম, পিআইও মাইদুল ইসলাম শাহ্, ইউপি সদস্যদের মাঝে মজিবর রহমান ও মোতালেব হোসেন প্রমুখ।

ঠাকুরগাঁওয়ে মাদক মামলার ওয়ারেন্টের আসামি আটক

মোঃসোহেল রানা
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে শুখান পুখুরী ইউনিয়নের মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত সজিব ইসলাম (২৭) নামের এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে ভূল্লী থানা পুলিশ

বুধবার (১৬ই আগষ্ট) দুপুরে সদর উপজেলার জাঠিভাঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত সজিব ইসলাম ভূল্লী থানাস্থ শুখানপুখুরী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত রেজাউল করিম ছেলে।

ভূল্লী থানার ওসি জনাব মোঃ দুলাল উদ্দিন জানায় দীর্ঘ দিন থেকে সজীব বিভিন্ন প্রকার মাদকের ব্যবসা করে আসছিলো। যার ফলে তার নামে ওয়ারেন্ট হয়।কিন্তু সে অনেক দিন থেকে পলাতক ছিলো তাই তাকে ধরা সম্ভব ছিলো না।কিন্তু আজকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সজিব বাড়িতে আছে ফলে থানা থেকে তাকে ধরার জন্য একটা টিম পাঠানো হয় এবং তারা তাকে ধরতে সক্ষম হয়।

তিনি আরো বলেন মাদক যুব সমাক ধংশ করছে, তাই মাদকের সাথে জড়িতো থাকা কোন ব্যাক্তিকেই ছাড় দেওয়া হবে না।

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার : মটরসাইকেল উদ্ধার

মো: সোহেল রানা
ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। চুরি হওয়া ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়। শনিবার ঠাকুরগাঁও সদর থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন মো: আলম ওরফে আলো (২৭) ও মো: মাসুদ ইসলাম তাসিন (২২)।

প্রেস ব্রিফিংয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির জানান, শুক্রবার রাতে পৌর শহরের ডে-নাইট ক্লিনিকে অপারেশনের জন্য যান ডা: হামিদুর রহমান। ক্লিনিকের নিচে তার পালসার ১৫০সিসি মটরসাইকেলটি রেখে প্রায় ২০মিনিট ধরে অপারেশন শেষে ফিরে নিচে এসে দেখেন তার মটরসাইকেলটি নেই। তিনি তাৎক্ষনিক বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশ শহরের আশপাশের বিভিন্ন পয়েন্ট চোকপোস্ট বসায়।
এ অবস্থায় সদর উপজেলার মন্দিরপাড়া গোবিন্দনগর ইক্ষু খামার এলাকায় সদর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একটি চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে চুরি যাওয়া মটরসাইকেলটি সহ পৌর শহরের মুসলিমনগর মহল্লার মো: আব্বাস আলীর ছেলে মো: আলম ওরফে আলো ও পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার মো: মোজাহারুল ইসলামের ছেলে মো: মাসুদ ইসলাম তাসিনকে গ্রেফতার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, গ্রেফতারকৃত ২ জনই মটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এর মধ্যে আলম ওরফে আলোর বিরুদ্ধে ইতিপূর্বে ৭টি এবং মাসুদ ইসলাম তাসিনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

পীরগঞ্জে অনৈতিক কর্মকান্ডেঅভিযান চালায় পুলিশ আটক পাঁচ

সোহেল রানা
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে দুই মক্ষীরানী সহ তিন খদ্দেরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের নোহালী গ্রামের সালেহা বেগমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ঠাকুরগাঁও সদরের বান্দিপাড়া গ্রামের জুই, বগুড়ার শানু বেগম, রানীশংকৈল উপজেলার মিরডাঙ্গী গ্রামের রেজাউলের ছেলে শাহিন আলম, ঠাকুরগাও সদরের ফেরশাডাঙ্গীর হামিদুলের ছেলে রাজ্জাক এবং একই গ্রামের আজিজুরের ছেলে শামিম।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, নোহালী গ্রামের সালেহার বাড়িতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ঐ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির ভিতরে বিভিন্ন কক্ষ থেকে তিন খদ্দের ও দুই মক্ষীরানীকে আটক করা হয়। তবে সালেহা পালিয়ে যায়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ সেখানে ভীড় জমায়। পরে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, সালেহা বেগম এক সময় রাজধানী ঢাকায় অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত ছিল। কয়েক বছর আগে পীরগঞ্জে এসে পৌর শহরে বাড়ি ভাড়া নিয়ে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করেন। বর্তমানে নোহালী গ্রামে নিজে বাড়ি করে সেই বাড়িতে ছোট ছোট কক্ষ বানিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করছেন। এলাকার লোকজন বাধা দিলে অনেকের বিরুদ্ধে মামলা করেছেন সাহেলা ও তার লোকজন। ভয়ে তার বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলেন এলাকাবাসি। এতে বে পরোয়া হয়ে উঠে সালেহা। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু কর্মকর্তা সহ বিভিন্ন নেতা ও কতিপয় জনপ্রতিনিধিকে হাত করে সালেহা তার এ অনৈতিক ব্যবসা চালিয়ে আসছেন।
সম্প্রতি পীরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে আব্দুল লতিফ শেখ বদলি হয়ে আসেন এবং তিনি সেখানে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। পুলিশের এমন অভিযানে খুশি এলাকাবাসি।

Design a site like this with WordPress.com
Get started