
মো :মোস্তফা জেলা প্রতিনিধি
লালমনিরহাট -১ পাটগ্রাম হাতীবান্ধা আসনে আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। রবিবার (২৬ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় করেন। এরপর বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ৩০০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। স্হানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এমপি মোতাহার হোসেন ২০০১ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে যাচ্ছেন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ায় জয় ছিনিয়ে আনবেন বলে জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক অধ্যক্ষ চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন,মোতাহার হোসেন এমন এক মানুষ যিনি সকল শ্রেণির মানুষের আশ্রয়স্থল। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম উদ্দীপনা বিরাজ করছে। আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসনটি আবারও উপহার দিতে প্রস্তুত এলাকার সাধারণ ভোটাররা। চূড়ান্ত বিজয় না অর্জন হওয়া পর্যন্ত নেতা-কর্মী মাঠে কাজ করবে বলে জানান তিনি।








