ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক

সোহেল রানা
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে পাঁচশ পিস ইয়াবাসহ রুবেল (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোধূলি বাজার এলাকায় থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

এ সময় সাংবাদিক কে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ করিব বলেন,

আটক মাদক কারবারি সদর উপজেলার হরিহরপুর হাজীপাড়া গ্রামের মৃত ছোট বাবুর ছেলে।

ওসি মো. ফিরোজ করিব বলেন, সদর থানার একটি চৌকস টিম মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করার সময় তাকে আটক করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ভূল্লী থানায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

সোহেল রানা ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাবু (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ। তার শরীর তল্লাশি করে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (২ আগষ্ট) বিকেলে আউলিয়াপুর ইউনিয়নের বোর্ড বাজারে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবু উপজেলার সাসলাপিয়ালা গ্রামের হিরুর ছেলে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোর্ড অফিস বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আলামতসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাবু নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করার বিষয়টি স্বীকার করেছে।

ওসি আরও জানান, এসিআই কোম্পানির ওষুধ লোপেন্টা, স্কয়ারের পেন্টাডল, অপসোনিনের ট্যাপেন্টাডল, এসকেএফ-এর ট্যাপেন্টা ব্যাথা নাশক ট্যাবলেট। যা ফার্মেসিতে পাওয়া যেত কিন্তু ফেন্সিডিল, হেরোইন ও ইয়াবার বিকল্প হিসেবে কম খরচে ফার্মেসি থেকে কিনে মাদক ব্যবসায়ী ও সেবীরা সেবন করা শুরু করে। এতে করে ট্যাবলেটটির দাম বাড়তে থাকে এসব ওষুধের।

আর এর আলোকে গত বছরের ১৪ জানুয়ারি ঔষধ প্রশাসন অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল পাইকারী ও খুচরা ফার্মেসিতে ট্যাপেন্টাডল বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে নিজ ইচ্ছায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃসোহেল রানা

ভূল্লীতে গলায় ফাঁস দিয়ে গোবিন্দ পাল (৪০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ জুলাই) দুপুরে শুখান পুখুরী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোবিন্দ পাল পালপাড়া এলাকার বিরেন্দ্র নাথ পালের ছেলে। তিনার স্ত্রী, ১পুত্র ও ২ মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত থাকায় অভিমানে পরিবারের সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গোবিন্দ পাল।

এসময় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান বলেন এই ওয়ার্ডের মেম্বার আমাকে বিষয়টা জানালে আমি দ্রুত ঘটনা স্থলে আসি।তিনি বলেন এমন ঘটনা সত্যি খুবই বেদনা দায়ক এমন ভুল সিদ্ধান্ত যেনো কেউ কখনো গ্রহন না করে সে বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

দহগ্রামে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের হাতাহাতি

মো. মোস্তফা, পাটগ্রাম প্রতিনিধি:
লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজারে স্বেচ্ছাসেবক দলের এর ইউনিয়ন কমিটি গঠন নিয়ে  দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে গুচ্ছগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, দহগ্রাম ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী ছিলেন। তারা হলেন- মো. জাফর ও মো. শামীম। পকেট কমিটির মাধ্যমে দ্বিতীয় প্রার্থী জাফরকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেয় উপজেলা নেতৃবৃন্দ। মো.শামীম ও জাফর দুজন প্রার্থীর মধ্যে শামীম ভোটের মাধ্যমে কমিটি অনুমোদনের পক্ষে ছিলেন । এই বিষয় নিয়ে গুচ্ছগ্রাম বাজারে স্বেচ্ছাসেবক  দুই গ্রুপের মাঝে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।

স্থানীয়রা জানান, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন না হওয়ার কারণে এই ঘটনা ঘটে। হাতাহাতির এক পর্যায়ে তাৎক্ষণিক পুলিশ এসে দুই গ্রুপকে সরিয়ে দেয়।

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর, পুলিশসহ আহত ২

স্টাফ রিপোর্টার

সোহেল রানা ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নাসির উদ্দীন (২৫) নামের এক যুবক ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরে প্রবেশ করে এ ভাঙচুর চালায় ওই যুবক। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের এসআই মামুনুর রশিদ এবং নৈশ্য প্রহরী হরকান্ত বর্মণ আহত হন।

আটককৃত নাসির উদ্দীন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের সীমান্তবর্তী মারাধার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সূত্র জানায়, সকালের দিকে জেলা প্রশাসক ভবনের উপরে উঠে নাসির উদ্দীন। এরপর রাজ মিস্ত্রীর কাজে ব্যবহৃত একটি বেলচা দিয়ে ১০ কক্ষে ৩১ টি থাই গ্লাসের জানালা ও দরজা, মুজিব কর্নারের সব গ্লাস ভাঙচুর করে। এ সময় অনেক শব্দ পেয়ে জেলা প্রশাসকের নৈশ্য প্রহরী হরকান্ত বর্মণ এগিয়ে গেলে তাকেও মারপিট করার চেষ্টা করে ওই, যুবক। পরে তিনি পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। এ সময় নাসিরকে বাঁধা দিতে গেলে পুলিশের এসআই মামুনুর রশিদকে বেলচা দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, সরকারি গুরুত্বপূর্ণ অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে নাসির উদ্দীনের প্রতিবেশী ইয়াশিন আলী বলেন, মাদরাসায় পড়ালেখা করতেন তিনি। কিছুদিন আগে থেকেই ছেলেটির মাথার সমস্যা দেখা দিয়েছে।

দহগ্রাম ইউনিয়নে গোসল করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে এক কিশোর নিহত

লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা দহগ্রাম ইউনিয়ন আঙ্গোর পোতা বৈদ্যুতিক শক খেয়ে এক কিশোর নিহত হয়েছে । নিজ বাড়ি পাশে পুকুরে গোসল করতে গিয়ে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে।
৮ই জুলাই শনিবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোর পোতা গ্রামের মো: ইব্রাহিমের ছেলে মো: সাইদুল ইসলাম (১৪) নিজ বাড়ি পাশে পুকুরে উপরে ঝুলন্ত বৈদ্যুতিক লাইনে ঝুলতে গিয়ে লাইন ছেড়ে পুকুরে পড়ে গিয়ে নিহত হয়। স্থানীয় লোকজন পাটগ্রাম ফায়ারসার্ভিসে খবর দিলে ১ ঘন্টা পরেও আসলেও প্রয়োজনীয় সরঞ্জাম না আনায় উদ্ধার অভিযানে অংশগ্রহণ করতে পারেনি। পরবর্তীতে আবারও স্থানীয় লোকজন পুকুরে নেমে পরলেই কিছুক্ষণ পর মো:সাইদুল ইসলাম (১৪) মৃতদেহ উদ্ধার হয়।একই সময় মোঃহারানের ছেলে মো:ইব্রাহিম (১০)আহত হয়
সে সময় ইব্রাহিমকে ফায়ার সার্ভিসে লোকজনেরা তাকে তাৎক্ষণিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন নিয়ে যায়।

ঠাকুরগাঁওয়ে দেবিপুর ইউনিয়নে পরিবারের সাথে অভিমানে মাদ্রাসা ছাত্রীর আত্নহত্যা

মোঃ সোহল রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে পরিবারের সাথে অভিমান করে কাজল আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী নিজের ওড়না গলায় পেচিয়ে আত্নহত্যা করেছে।

বুধবার (১৪ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার দেবীপুর ইউনিয়নের খলিশা কুঁড়ি কুড়ের ঘর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজল আক্তার দেবীপুর খলিশাকুঁড়ি গ্রামের মহিনুল ইসলাম খেতুর মেয়ে এবং খোঁশবাজার দাখিল মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, মাদ্রাসা ছাত্রী কাজল আক্তার সপ্তম শ্রেণীর পরীক্ষা শেষ করে বাসায় ফিরেন। এ সময় পড়ালেখা নিয়ে বাবা মার বকাঝকা সহ্য করতে না পেরে এক পর্যায়ে অভিমানে পরিবারের সকলের অগোচরে শয়ন কক্ষে সড়ের সাথে নিজের ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন।
পরে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), আতিকুর রহমান জানান, পড়াশুনা বিষয়ে বাবা মার সাথে অভিমানে মাদ্রাসা ছাত্রী আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Design a site like this with WordPress.com
Get started